সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ঢাকা।
সোমবার (৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
হুতি বিদ্রোহীরা রিয়াদ এবং সৌদি আরবের দক্ষিণের শহর জাজানকে লক্ষ্য করে ২৮ মার্চ ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে এই হামলা রয়্যাল সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী লক্ষ্য বস্তুতে আঘাতের আগেই নস্যাৎ করে দেয়।
হুতি বিদ্রোহীদের এই ধরনের আক্রমণের ফলে এই অঞ্চলে শান্তি ও সুরক্ষা হ্রাস পেয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এই ধরনের আগ্রাসনের মুখে বাংলাদেশ সৌদি আরবের ভ্রাতৃত্বের সাথে সংহতি প্রকাশ করেছে এবং এই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা আনতে তাদের প্রচেষ্টায় প্রতি সমর্থন জানায়।