করোনাভাইরাসের বিস্তার রোধে বরিশাল জেলার বাইরে থেকে প্রবেশে নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। যা পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে এ ঘোষণা দেন বরিশালের জেলা প্রশাসন।
নিষেধাজ্ঞার বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করে প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, করোনাভাইরাসের সংক্রমণ দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়েই চলছে। এমতাবস্থায় বরিশালে করোনার বিস্তার রোধে এ ঘোষণা দেয়া হয়েছে। যা পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
এর আগে বরিশাল জেলার সাথে বাইরের যোগাযোগ বন্ধের লক্ষে সকল প্রবেশদ্বারে খেয়াপার বন্ধ ঘোষণা করা হয় বলেও জানান এই জেলা প্রশাসক৷