মহামারি করোনা বাংলাদেশে সামাজিক সংক্রমণ পর্যায়ে পৌঁছে গেছে। এখন প্রতিদিনই বাড়ছে নতুন রোগীর সংখ্যা। এমন পরিস্থিতিতে করোনা মোকাবিলায় সুনির্দিষ্ট ছয়টি দাবি তুলে ধরেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।
মঙ্গলবার (৭ এপ্রিল) বাপা’র কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি তুলে ধরা হয়।
দাবিগুলো হলো:
১. দীর্ঘ লকডাউন ও কারফিউ জারি করেই মানুষ বাঁচানোর কাজ চালিয়ে যেতে হবে। এ বিষয়ে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় কাজটি সম্পন্ন করে প্রধানমন্ত্রীর অনমনীয় সিদ্ধান্ত অবশ্যই বাস্তবায়ন করতে হবে।
২. গণমাধ্যমের খবর দেখে মনে হয়, কেন্দ্র থেকে গ্রাম পর্যন্ত সব দরিদ্র মানুষের কাছে প্রয়োজনমত সরকারি ত্রাণ এখনও পৌঁছেনি। এ বিষয়ে সরকারি ব্যবস্থাপনায় ত্রাণ পৌঁছে দিতে হবে।
৩. সারাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যায়ে করোনা রোগী শনাক্তকরণের জন্য দ্রুত আরটি-পিসিআর টেস্ট কিট সরবরাহ করতে হবে। টেস্ট কার্যক্রম আরো ব্যাপক করতে হবে।
৪. যারা সরাসরি করোনা রোগীর চিকিৎসার সাথে সম্পৃক্ত হয়ে করোনায় আক্রান্ত হবেন, তাদের চিকিৎসা ও আর্থিক সহায়তা নিশ্চিত করতে হবে।
৫. সব হাসপাতাল ও জেলা হাসপাতালে সংকটাপন্ন রোগীর চিকিৎসার জন্য দ্রুততম সময়ের মধ্যে আইসিইউ এর ব্যবস্থা করতে হবে।
৬. আইসিইউযুক্ত সব বেসরকারি হাসপাতালকে সরকারি সেবা নেটওয়ার্কে যুক্ত করতে হবে।