রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ভারতীয় বিশেষজ্ঞ

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-26 12:59:14

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ পেতে যাচ্ছেন ভারতীয় বিশেষজ্ঞরা। নির্মাণ কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে রাশিয়ার পাশাপাশি ভারতীয় বিশেষজ্ঞ নিয়োগের প্রস্তাব দিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। প্রস্তাবটি মন্ত্রিসভায় অনুমোদনের পরই দুই দেশের সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে চূড়ান্ত চুক্তি সই হবে। মন্ত্রিসভা কমিটির পরবর্তী সভায় প্রস্তাবটি উঠানো হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান এটমস্ট্রয় এক্সপোর্টেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়ন করছে। এখন পর্যন্ত রুশ বিশেষজ্ঞরাই এতে কাজ করছে। কিন্তু বিদ্যুৎকেন্দ্রটি সুষ্ঠুভাবে নির্মাণে আরো বিশেষজ্ঞ প্রয়োজন। একই ধরনের প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করছে ভারত। এ কারণে দেশটির বিশেষজ্ঞ নিয়োগের প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে রূপপুর পারমাণবিক প্রকল্পের প্রকল্প পরিচালক ড. সৌকত আকবার জানান, ‘বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে তিন ধরনের ভারতীয় বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হবে। ৩০ বছর, ২০ বছর ও ১০ বছরের অভিজ্ঞতাসম্পন্নদের নিয়োগ করা হবে। কতজন বিশেষজ্ঞ নিয়োগ হবে তা এখনই বলা যাচ্ছে না। তবে বিশেষজ্ঞদের সম্মানীর হার নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। এখন মন্ত্রিসভার অনুমোদন লাগবে।’ নির্মাণ পরবর্তী রক্ষণাবেক্ষণেও আন্তর্জাতিক বিশেষজ্ঞ লাগবে বলে জানান তিনি। সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ পারমাণবিক শক্তি কমিশন ও ভারতীয় পারমাণবিক জ¦ালানি বিভাগের অধীনস্থ প্রতিষ্ঠান গ্লোবাল সেন্টার ফর নিউক্লিয়ার এনার্জি পার্টনারশিপের (জিসিএনইপি) মধ্যে বিশেষজ্ঞ নিয়োগের শর্তগুলো নিয়ে একটি অনুস্বাক্ষর সই হয়েছে। শর্তগুলো অনুমোদনের জন্য মন্ত্রিসভা কমিটির সভায় উত্থাপন করা হবে। মন্ত্রিসভায় অনুমোদনের পরই প্রতিষ্ঠান দুটির মধ্যে চূড়ান্ত চুক্তি সই হবে। এরপর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ এবং পরিচালনার বিষয়ে দক্ষ জনবল তৈরিসহ বিভিন্ন কারগরি পরামর্শ ও ভারতের বিশেষজ্ঞ নিয়োগ করা যাবে। এছাড়া প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়নের জন্য ভারতীয় প্রকৌশলীদেরও নিয়োগ দেওয়া হবে। সূত্র জানায়, এর আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ কাজে ভারতীয় বিশেষজ্ঞ নিয়োগে কিছু শর্ত ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের বিজ্ঞান ও  প্রযুক্তি মন্ত্রণালয়ে পাঠানো হয়। শর্তগুলো চূড়ান্ত করতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবে নেতৃত্বে একটি প্রতিনিধি দল গত ৪-৫ জানুয়ারি ভারত সফর করেন। সফরে প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ও অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রতিনিধিরা ছিলেন। উভয় দেশের প্রতিনিধিদলের আলোচনা সভা অনুষ্ঠিত হয় মুম্বাইয়ে। বাংলাদেশের প্রতিনিধিদল ভারতীয় দলের সঙ্গে বেশ কিছু শর্তে একমত হয় এবং দুই দেশের মধ্যে এটি অনুস্বাক্ষর হয়। এসব শর্তের বিষয়ে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মতামত নেওয়া হয়েছে। এছাড়া ইআরডির প্রতিনিধির সমন্বয়ে গঠিত কমিটি আলোচনার শর্তগুলো চূড়ান্ত করেছে। রাশিয়ার সঙ্গে চুক্তি অনুযায়ী, রূপপুর পারমাণবিক প্রকল্পের ব্যয় হবে ১ হাজার ২৬৫ কোটি মার্কিন ডলার। এছাড়া ভারতের লাইন অব ক্রেডিট (এলওসি) থেকে এ প্রকল্পের ৪৫০ কোটি ডলার ঋণ হিসাবে ব্যয় করা হবে। ২০২২ সালে প্রকল্পটির প্রথম পর্যায়ের কাজ শেষ হবে।

এ সম্পর্কিত আরও খবর