করোনা: মমেকে ২২০ কিট দিলেন সাবেক এমপি রুহী

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-31 09:39:55

করোনাভাইরাস শনাক্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে (মমেক) ২২০টি কিট দিয়েছেন নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোশতাক আহমেদ রুহী।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে বিএমএ'র ময়মনসিংহ শাখার সভাপতি মতিউর রহমান ভূঁইয়ার হাতে এসব কিট তুলে দেয়া হয়। এ সময় মমেকের অধ্যক্ষ অধ্যাপক চিত্তরঞ্জন দেবনাথ উপস্থিত ছিলেন।

এর আগে মমেক, নেত্রকোনা জেলা ও উপজেলার সব হাসপাতাল, পুলিশ হাসপাতাল, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন ও বিজিবি কার্যালয়ে পুনরায় ব্যবহারযোগ্য পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) সেট বিতরণ করা হয়।

মোশতাক আহমেদ রুহী বলেন, বিদেশ থেকে আমদানি করে ১৫ লাখ টাকার কিট এবং পিপিই দেয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর