বগুড়ায় কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

রাজশাহী, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া | 2023-08-31 15:16:34

বগুড়ায় করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। শহরের বিভিন্ন সড়ক ছাড়াও পাড়া মহল্লায় এবং মহাসড়কে সেনা ও পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। ফলে ঘরের বাহিরে আসা লোকজনের সংখ্যা গত কয়েক দিনের তুলনায় কমে এসেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে বিকেল ৫ টার মধ্যে ওষুধের দোকান ব্যতীত সকল দোকান পাট বন্ধের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।

সকাল থেকেই সেনা ও পুলিশের তৎপরতা বেড়েছে গত কয়েক দিনের তুলনায়। বগুড়ার পুলিশ কর্মকর্তা আলী আশরাফ ভুঞা বিভিন্ন পাড়া মহল্লায় পায়ে হেটে মানুষকে ঘরে থাকার আহবান জানান। সেই সাথে ৫ টার মধ্যে কাঁচা বাজার ও মুদী দোকান বন্ধ করতে নির্দেশ দেন।

এছাড়াও শহরের বিভিন্ন প্রবেশ পথগুলোতে সেনাবাহিনী ও পুলিশ চেকপোস্ট বসিয়েছে। শহরে প্রবেশকারীদেরকে জেরা করছেন সেনা ও পুলিশ সদস্যরা। র‍্যাব ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত শহরে টহল দিয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। সব মিলিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন কঠোর অবস্থানে থাকায় মানুষ সরকারী ঘোষণা মানতে বাধ্য হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর