করোনাভাইরাসের কারণে প্রায় অচল অবস্থায় পর্যটন নগরী কক্সবাজার। এতে চরম সঙ্কটে পড়েছে হতদরিদ্র খেটে খাওয়া মানুষ। পার করছে দুর্বিষহ জীবন। আর এসব মানুষের পাশে দাঁড়িয়েছে র্যাব-১৫।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে এসব হতদরিদ্র পরিবারের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হয়েছে খাদ্যসামগ্রী।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, আলু, তেল ও পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় কিছু পণ্য। যা পেয়ে খুশি হতদরিদ্র পরিবারগুলো।
ত্রাণ বিতরণ দলের নেতৃত্ব দেওয়া কক্সবাজার র্যাব-১৫ এর সিপিএসসি কমান্ডার মেজর মেহেদী হাসান বলেন, করোনার কারণে চলমান সঙ্কট মোকাবেলায় জনসচেতনতার পাশাপাশি হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে র্যাব-১৫। রাতে সমিতি পাড়া, পাহাড়তলী, প্যাচারদ্বীপ, খুরুশকুলের হতদরিদ্র ৯৯ পরিবারের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে খাদ্য সামগ্রী। আগামীতেও করোনাভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতার পাশাপাশি হতদরিদ্র অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রাখা হবে বলে জানান র্যাব-১৫ এর এ কর্মকর্তা।