সাভারে নকল হ্যান্ড স্যানিটাইজার জব্দ, কারখানা বন্ধ ও জরিমানা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা) | 2023-08-26 15:21:32

সাভারে অনুমোদনহীন ও নিম্নমানের হ্যান্ড স্যানিটাইজার পরিবহনকালে জব্দ করা হয়েছে। এ সময় উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের উলাইলে যানবাহন তদারকির জন্য স্থাপিত চেকপোস্টে এসব নকল হ্যান্ড স্যানিটাইজার জব্দ করা হয়।

অটোরিকশায় করে পরিবহনের সময় নকল হ্যান্ড স্যানিটাইজারগুলো জব্দ করেন সাভার সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ।

তিনি বলেন, করোনাভাইরাসের সুযোগ নিয়ে সাভারে অনুমোদনহীন, নিম্নমানের হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও সরবরাহ করার দায়ে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার জরিমানা করা হয়েছে। এ সময় জব্দকৃত মালামাল পুড়িয়ে ধ্বংস করার পাশাপাশি কারখানাটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর