স্ত্রীর পরকীয়া, চোখ উৎপাটনের চেষ্টা স্বামীর!

বরিশাল, জাতীয়

কান্ট্রি ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 01:07:17

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে পরকীয়ার অভিযোগে গৃহবধূ শাহীনুর বেগমের (৪০) চোখ উৎপাটন ও কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৭ আগস্ট) সকালে গুরুতর অবস্থায় তকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৬ আগস্ট) রাত আড়াইটার দিকে উপজেলার চরাদির সন্তোষদী গ্রামের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। তবে আহতের স্বামী মাওলানা ছত্তার বিষয়টিকে ডাকাতির ঘটনা বলে প্রচার করলেও তিনি নিজে এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন আহত স্ত্রী শাহীনুর বেগম।

আহত শাহীনুর বলেন, `এটা কোনো ডাকাতির ঘটনা না। আমার স্বামী মিথ্যা কথা বলেছে। সত্য কথা হচ্ছে সে আমার চোখ তুলে ফেলার চেষ্টা করেছে। তাছাড়া আমি যদি আপনাদের একথা বলে দেই তাহলে আমার স্বামী আমাকে মেরে ফেলবে বলে হুমকি দিয়েছে।‘

তিনি আরও বলেন, `সোমবার রাত আড়াইটার দিকে আমার স্বামী ও অন্য একজন অচেনা পুরুষ ঘরে আসে। এসময় স্বামী (মাও: ছত্তার) তার হাতে থাকা ছোড়া দিয়ে আমার চোখে আঘাত করে। সঙ্গে সঙ্গে আমি আমার চোখে অন্ধকার দেখতে পাই। আমি যাতে নড়াচড়া আর চিৎকার দিতে না পারি সেজন্য আমার পা বেঁধে ফেলে অপর ওই লোকটি। এ সময় আমি আমার প্রাণ ভিক্ষা চাইলে আমার স্বামী বলে, তোকে আজ মেরেই ফেলব। আমি যাতে কথা বলতে না পারি সে জন্য প্লাস দিয়ে আমার দাঁত ভেঙে ফেলতে চায়। এছাড়াও আমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে একটি লাঠির মতো চিকন বস্তু দিয়ে কানের ভেতরে ঢুকিয়ে আঘাত করে আর বলে তুই আর কোনো দিনও শুনতে পারবি না। অনেক আকুতি-মিনতি করার পর আমি যাতে এ ঘটনার কথা ডাকাতি বলে সবাইকে জানাই সেই শর্ত দেয় আমাকে। এ সময় আমি তার কথায় রাজি হলে আমার স্বামী নিজেই নিজেকে আঘাত করে ঘরের দরজা খুলে ডাকাত পরেছে বলে চিৎকার দেয়। পরে স্থানীয়রা ছুটে এসে আমাকে হাসপাতালে ভর্তি করে।‘

অনুরোধ জানিয়ে শাহীনুর বেগম বলেন, `ভাই আপনারা এগুলো লিখবেন না। তাহলে আমার স্বামী চিকিৎসা তো দূরের কথা আমাকে বাঁচতে দেবে না। আমি বাঁচতে চাই।‘

এদিকে নিজের কৃতকর্ম ভিন্নখাতে প্রভাবিত করতে বাড়িতে ডাকাত এসেছিল বলে অপপ্রচার করছে শাহীনুর বেগমের স্বামী মাও: ছত্তার। তিনিও বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি হন। পরে দুপুর ৩টার দিকে স্ত্রী শাহীনুরের স্বীকারোক্তির উপর ভিত্তি করে মাওলানা ছত্তারকে আটক করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।

বিষয়টি নিশ্চত করে বাকেরগঞ্জ থানা পুলিশ জানান, দুপুরে তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আটক করে বাকেরগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।

মাওলানা ছত্তার বলেন, `রাত আনুমানিক আড়াইটার দিকে তিন সদস্যের একটি ডাকাত দল আমাদের ঘরে প্রবেশ করে। এ সময় আমি সামনের ঘরে শুয়ে ছিলাম। পরে দুই জন এসে আমাকে বেধে মারধর করে। ভেতরে কী হয়েছে তা আমি দেখতে পাইনি। আমার মাথায়ও আঘাত করা হয়েছে।‘

তিনি বলেন, `আমার স্ত্রীর সঙ্গে বাকেরগঞ্জের চর আইচা গ্রামের রাব্বির পরকীয়ার সম্পর্ক রয়েছে। টানা দু বছর যাবৎ তাদের সম্পর্ক রয়েছে। এ নিয়ে আমাদের মাঝে মধ্যে ঝগড়া হতো। আমার সন্দেহ হচ্ছে রাব্বি এ ঘটনা ঘটিয়েছে।‘

তিনি আরও বলেন, `স্থানীয় মেম্বার রাজা পরকীয়ার বিষয়টি নিয়ে সালিসিও করে দেয়। এছাড়া শাহীনুরের বোন এবং ভাইদেরও বিষয়টি জানিয়েছি।‘

জানা গেছে, মাওলানা ছাত্তার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদী ইউনিয়নের সন্তোষদী বাজার জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া তিনি বাংলাদেশ মুজাহিদ কমিটির চরাদী ইউনিয়ন সদরের দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফয়েজ উদিন মৃধা বলেন, `আমরা খবর পেয়ে সকালেই হাসপাতালে আসি। বিষয়টি ডাকাতি বলে শুনেছি। তবে শাহীনুরের বক্তব্যে এটা যে ডাকাতি নয় তা স্পষ্ট হওয়া গেছে। তার স্বামী মাও. ছত্তার এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে শেবাচিম হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, শাহীনুরের চোখে আঘাত রয়েছে। তাকে শারীরিক ভাবে নির্যাতন করা হয়েছে। তার চোখ নষ্ট হওয়ারও সম্ভাবনা রয়েছে। তবে এখন স্পষ্ট করে কিছুই বলা যাচ্ছে না।

এ সম্পর্কিত আরও খবর