বোরো ধানে ব্লাস্টের আক্রমণে দিশেহারা কৃষক

, জাতীয়

জাহিদ হাসান, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, যশোর | 2023-09-01 10:31:35

এদিগন্তজুড়ে সবুজের সমারোহ। মৃদু বাতাসে দোল খাচ্ছে সবুজ ধানের পাতা। তাই করোনাভাইরাস আতঙ্কের মাঝেও এবারের বোরো মৌসুমে উঠোন ভরা সোনালি ধানের স্বপ্ন বুনেছেন যশোরের কৃষকরা। কিন্তু ধানের শীষ বের হওয়ার আগ মুহূর্তেই যেন সব ওলটপালট। বোরো ধানে ছত্রাকজনিত ‘পাতা ব্লাস্ট’ রোগে দেখা দিয়েছে। বিবর্ণ হয়ে গেছে সবুজ ধানের মাঠ।

যশোর জেলার আট উপজেলার শত শত হেক্টর জমির ধানের শীর্ষ মরে যাচ্ছে। বিভিন্ন কোম্পানির ওষুধ ছিটিয়েও কোনো কাজ না হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। এখনই এ ছত্রাক দমন করতে না পারলে ধানে চিটা ধরে মৌসুমে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে আবহাওয়া ভালো হওয়ায় ধানের আবাদ ভালো হয়েছে। যশোর জেলার আট উপজেলায় এক লাখ ৬০ হাজার হেক্টর জমিতে ইরি-বোরো ধানের চাষাবাদ হয়েছে। তার মধ্যে সদর উপজেলায় ২৬ হাজার হেক্টর, শার্শা উপজেলায় ২১ হাজার হেক্টর, ঝিকরগাছা উপজেলায় ১৯ হাজার হেক্টর, চৌগাছা উপজেলায় ১৮ হাজার হেক্টর, অভয়নগর উপজেলায় ১৪ হাজার হেক্টর, বাঘারপাড়া উপজেলায় ১৭ হাজার হেক্টর, মণিরামপুর উপজেলায় ২৮ হাজার হেক্টর, কেশবপুর উপজেলায় ১৫ হাজার হেক্টর জমিতে এসব ধানের আবাদ হয়েছে।

যশোরের ঝিকরগাছার বল্লা, বোধখানা মাঠে গিয়ে দেখা যায়, কমবেশি প্রায় সব ধানক্ষেতে এ ছত্রাকের আক্রমণ দেখা দিয়েছে।

কৃষকরা জানিয়েছেন, কৃষি অধিদফতরের পরামর্শে ছত্রাকনাশক ওষুধ ছিটানোর পরও ক্ষেতের অবস্থা তেমন ভালো হচ্ছে না। সবচেয়ে ব্রি-৮১, ব্রি ২৮, ভারতীয় হাইব্রিড জাতের শুভলতা ধানে ছত্রাকের আক্রমণ বেশি দেখা দিয়েছে।

মণিরামপুর উপজেলার সরসকাঠি গ্রামের কৃষক আতিয়ার জানান, এবার আড়াই বিঘা জমিতে ধান রোপণ করেছেন। এর মধ্যে একবিঘা জমিতে ধানে ব্লাস্ট রোগে আক্রমণ করেছে। অনেক ওষুধ ছিটিয়েও তেমন লাভ হচ্ছে না। এরপরও জমিতে ছত্রাকনাশক প্রয়োগ করছেন তিনি।

ঝিকরগাছা উপজেলার বল্লা গ্রামের চাষি আব্দুস সালাম জানান, চলতি মৌসুমে ২৪ শতক জমির বোরো ধানক্ষেত ছত্রাকে আক্রান্ত হয়েছে। কৃষি অধিদফতরের পরামর্শে ছত্রাকনাশক ওষুধ ছিটানোর ফলে ক্ষেতের অবস্থা কিছুটা ভালো মনে হচ্ছে।

ধানে ছত্রাকনাশক ওষুধ ছিটাচ্ছেন কৃষক

তিনি আরও জানান, সাধারণত এবার ব্রি-৮১, ব্রি-২৮ ও ভারতীয় হাইব্রিড জাতের শুভলতা ধানে এ ছত্রাকের আক্রমণ বেশি দেখা দিয়েছে। সময় মতো চিকিৎসা না করালে জমির প্রায় ৪০-৪৫ শতাংশ ধানের শীর্ষ মারা যায়।

ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ বার্তা২৪.কম-কে বলেন, ‘উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতা বেশি হলে এটা দেখা দিতে পারে। তবে ছত্রাকনাশক প্রয়োগে এটা রোধ করা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘ঝিকরগাছাতে ছত্রাকের আক্রমণ এখনো সহনীয় পর্যায়ে আছে। বিষয়টি নিয়ে কৃষি কর্মকর্তারা সচেতনতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. মো. আখতারুজ্জামান বার্তা২৪.কম-কে জানান, যশোরে চলতি মৌসুমে এবার বোরো আবাদ ভালো হয়েছে। ধানের আবাদের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় তেমন রোগ বালায় দেখা না দিলেও ধানের শীষ বের হওয়ার আগ দিয়ে পাতা ব্লাস্টের আক্রমণ দেখা দিয়েছে। পরামর্শ দিয়ে সেগুলো নিয়ন্ত্রণে আনা হচ্ছে।’

এ সম্পর্কিত আরও খবর