সাভারের তাবলীগ জামাত ফেরত ৭ ব্যক্তি বাড়িতে আসায় ৬টি বাড়ি লকডাউন করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে স্থানীয় কাউন্সিলর উপস্থিত হয়ে বাড়িগুলোতে লাল নিশানা টাঙ্গিয়ে লকডাউন ঘোষণা দেন।
পুলিশ জানায়, গতকাল (৭ এপ্রিল) সিলেট থেকে তাবলীগ জামাত শেষ করে ওই এলাকার তাদের নিজ বাড়িতে আসেন। পরে বুধবার (৮ এপ্রিল) দুপুরে বিষয়টি জানা-জানি হলে স্থানীয় কাউন্সিলর উপস্থিত হয়ে বাড়িগুলোতে লাল নিশান টাঙ্গিয়ে লকডাউনের ঘোষণা দেন। অন্তত ১৪ দিন তারা কেউ বাড়ির বাইরে বের হতে বা বাইরে থেকে কেউ ভিতরে প্রবেশ করতে পারবেন না। তাদের প্রয়োজনীয় খাবার দাবার পৌঁছে দেয়া হবে বলে জানা যায়।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ জানান, স্থানীয় জনগণের খবর ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। পরে এলাকাবাসীর অনুরোধ ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ৬ বাড়ি লকডাউন ঘোষণা করেন স্থানীয়রাসহ কাউন্সিলর।