আগুনে ১৬ দোকান পুড়ে ছাই, ১৫ কোটি টাকার ক্ষতি

বরিশাল, জাতীয়

কান্ট্রি ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-09 15:47:41

বরিশাল: জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৬টি দোকান পুড়ে ছাই ও আরও ৭ থেকে ৮টি দোকানের আংশিক ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (৭ আগস্ট) দুপুরে ওই উপজেলার পাতারহাট বন্দরের তেমোহনী চত্বরে এ ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ীরা ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন।

পুরে যাওয়া স্টেশনারি দোকানের মালিক সোবাহান হাওলাদার ও মোবাইলের দোকান মালিক মো. মানিক হাওলাদার জানান, দুপুর ১২টার দিকে বন্দরের তেমোহনী চত্বরে আনোয়ার হোসেনের লেপ-তোশকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনে লেলিহান শিখা ছড়িয়ে পরে। এতে সেখানকার ১৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
পাশাপাশি ৭ থেকে ৮টি দোকান আংশিক ক্ষতির শিকার হয়। স্থানীয়রা ও মেহেন্দিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।

অগ্নিকাণ্ডের ঘটনায় বরিশাল জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান ক্ষতিগ্রস্ত প্রতি দোকান মালিককে নগদ ১০ হাজার টাকা ও ১ টন করে চাল বরাদ্দ দেন। এছাড়াও সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ।

প্রসঙ্গত, এই বন্দরে এর আগে আরও দুইবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

 

এ সম্পর্কিত আরও খবর