হাট ভেঙে দিলেন শিবগঞ্জের ইউএনও

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া | 2023-09-01 01:56:25

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বগুড়ার শিবগঞ্জে হাট-বাজার বন্ধের ঘোষণা দিয়েছেন উপজেলা প্রশাসন। এরপরও বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় চাঁদনীয়া শিবগঞ্জ এলাকায় হাট বসে। খবর পেয়ে হাট ভেঙে দেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর কবীর।

এ সময় হাটে টোল আদায়কারী দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানাও করেন তিনি।

জানা গেছে, চাঁদনীয়া শিবগঞ্জ এলাকায় সপ্তাহে ২ দিন হাট বসে। তবে করোনাভাইরাস সংক্রমণ রোধে হাট বন্ধ ঘোষণা করা হয়। কিন্তু সরকারি নিষেধ অমান্য করে সেখানে হাট বসানো হয়। খবর পেয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখানে অভিযান চালান।

এ সময় হাট ভেঙে দেয়া ছাড়াও আটক করা হয় রতন মিয়া ও মোফাজ্জল হোসেন নামে দুই টোল আদায়কারীকে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত আরও খবর