করোনা সংক্রমণ রোধে সব রোহিঙ্গা ক্যাম্প লকডাউন

, জাতীয়

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টেকনাফ (কক্সবাজার) | 2023-08-27 18:34:02

করোনাভাইরাসের সংক্রমণ রোধে কক্সবাজারের সব রোহিঙ্গা ক্যাম্প ‘লকডাউন’ করা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পগুলো ঘন জনবসতিপূর্ণ হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মাহাবুবুল আলম তালুকদার।

তিনি জানান, আগে থেকেই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অঘোষিত লকডাউন ছিল। এছাড়া ১১ মার্চ থেকে সেখানে এনজিও সংস্থাগুলো কাজ বন্ধ রেখেছে। শুধু জরুরি কার্যক্রম চালু ছিল। তবে বুধবার থেকে পুরো জেলা লকডাউন করেছেন কক্সবাজার জেলা প্রশাসক। ফলে রোহিঙ্গা ক্যাম্পগুলো লকডাউনের আওতায় পড়েছে।

ক্যাম্পগুলোতে বাইরে থেকে কোনো মানুষ যাতে ঢুকতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারি রয়েছে। ক্যাম্পে শুধু জরুরি কার্যক্রম চালু থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে মিয়ানমার থেকে প্রাণে বাঁচতে বাংলাদেশে পালিয়ে এসে উখিয়া ও টেকনাফে আশ্রয় নেয় ৭ লাখ রোহিঙ্গা। এর আগে থেকেই বিভিন্ন সময় আরও ৪ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করেছিল। সব মিলিয়ে কক্সবাজারে ১১ লাখের বেশি রোহিঙ্গা রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর