গাইবান্ধায় হাট-বাজারে অভিযান, অর্থদণ্ডসহ ৩৯ মামলা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম গাইবান্ধা | 2023-08-26 16:29:29

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রশাসনের আদেশ অমান্য করায় গাইবান্ধায় হাট-বাজারে ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৩৯ মামলা হয়েছে। একই সঙ্গে ৪০ হাজার একশ টাকা  জরিমানাও করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল)  গাইবান্ধা সদর, পলাশবাড়ী, সাঘাটা, গোবিন্দগঞ্জ ও সুন্দরগঞ্জ উপজেলায় পৃথক পৃথক অভিয়ান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এ সময় হোম কোয়ারেন্টাইন ভঙ্গ, বিনা প্রয়োজনে বাজারে ঘুরে বেড়ানো, নিত্য প্রয়োজনীয় দোকান ব্যতীত অন্যান্য দোকান খোলা রাখা, বেশি দামে পণ্য বিক্রি করার অপরাধে ওসব মামলা ও অর্থদণ্ড করা হয়।

গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন বার্তা২৪.কমকে বলেন, হাট-বাজারগুলোতে এমন অভিযান চলমান থাকবে।

এ সম্পর্কিত আরও খবর