বগুড়ায় করোনা পরীক্ষায় পিসিআর ল্যাব স্থাপন হচ্ছে শজিমেকে

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, বগুড়া | 2023-08-23 16:03:22

করোনা ভাইরাস পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) পলিমার চেইন রিয়্যাকশন (পিসিআর) মেশিন স্থাপনের কাজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) পিসিআর মেশিন হাসপাতালে এসে পৌঁছেছে। এর আগেই পিসিআর ল্যাবের অবকাঠামোগত কাজ প্রায় শেষ করে কলেজ কর্তৃপক্ষ।

ধারণা করে হচ্ছে, আগামী সাত দিনের মধ্যেই এটি প্রস্তুত হয়ে যাবে এবং তারপর বগুড়ায় করোনাভাইরাস পরীক্ষা শুরু হবে।

মেডিকেল  কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে এই মেশিন বসানোর কাজ শুরু হয়েছে। এই ল্যাব বগুড়ায় চালু হলে এ অঞ্চলে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আরো কার্যকর ভূমিকা জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. রেজাউল আলম বার্তা২৪.কমকে বলেন, বগুড়া গণপূর্ত বিভাগ করোনাভাইরাস পরীক্ষার ল্যাবের জন্য একটি কক্ষের ৪টি ইনক্লোজার, সিলিংসহ অন্যান্য নির্মাণ কাজ শুরু করেছে।

ইতোমধ্যে টেকনোলজিস্টদের নমুনা সংগ্রহের বিষয়ে অনলাইনে প্রাথমিক প্রশিক্ষণ দেয়া হয়েছে। ঢাকা থেকে বিশেষজ্ঞ টিম এসে অন্যান্য প্রয়োজনীয় প্রশিক্ষণসহ লোকবল বিষয়টি নির্ধারণ করবেন। করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর বগুড়া থেকে ঢাকা ও রাজশাহীতে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছিল।

এ সম্পর্কিত আরও খবর