বরাদ্দ নেই, ৪ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দিচ্ছেন কাউন্সিলর

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া | 2023-08-24 10:52:10

বগুড়া পৌরসভার জন্য সরকারি কোনো বরাদ্দ নেই। তবে ব্যক্তিগত উদ্যোগে দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন বগুড়া পৌরসভার ১১ নং ওয়ার্ড কাউন্সিলর সিপার আল বখতিয়ার।

করোনা ভাইরাস সংক্রমণ রোধে তার ওয়ার্ডের অসহায় দুস্থ ৪ হাজার পরিবারের তালিকা করেছেন তিনি। তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। শুরুতেই ১১ নং ওয়ার্ডে ২৩০০টি মাস্ক ও ২৩০০টি জীবাণুনাশক সাবান বিতরণ করেছেন সিপার আল বখতিয়ার। এরপর বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন।

ইতোমধ্যে ব্যক্তি উদ্যোগে ১০ টান চাল বিতরণ করেছেন সিপার আল বখতিয়ার। আরও ৬ টন চাল বিতরণ করা হবে।

সিপার আল বখতিয়ার বার্তা২৪.কমকে জানান, ১১ নং ওয়ার্ডের জন্য সরকারি কোনো বরাদ্দ নেই। এই ওয়ার্ডে ৪ হাজার দুস্থ পরিবার বসবাস করছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই পরিবারগুলোকে খাদ্য সহযোগিতা অব্যাহত থাকবে। এখানের কোনো বাসিন্দাই অভুক্ত থাকবে না। কেউ প্রকাশ্যে খাদ্য সামগ্রী নিতে লজ্জা পেলে তাকে গোপনে সহযোগিতা করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর