বরিশালে করোনা শনাক্তের কার্যক্রম শুরু

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2023-08-05 21:13:39

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে পিসিআর মেশিনের মাধ্যমে করোনা শনাক্তকরণ কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে এ কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে করোনায় আক্রান্ত সন্দেহে দুইজনের স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এর মধ্যে পরীক্ষায় দুইজনেরই নেগেটিভ রিপোর্ট এসেছে।

এর আগে ওই দুইজন শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন৷

বিষয়টি নিশ্চিত করে শেবাচিম হাসপাতালের পরিচালক ডাক্তার মো. বাকির হোসেন জানান, বুধবার (৮ এপ্রিল) কলেজের দ্বিতীয় তলায় ভাইরোলজি বিভাগে করোনা শনাক্তকরণ ল্যাবের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার বিকেলে করোনায় আক্রান্ত সন্দেহে দুইজনের স্যাম্পল পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে তাদের দুইজনেরই রিপোর্ট নেগেটিভ আসে।

এ সম্পর্কিত আরও খবর