ফরিদপুরে শুরু হচ্ছে করোনা পরীক্ষা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর | 2023-08-23 21:50:28

করোনাভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) পরীক্ষার জন্য ফরিদপুরে ল্যাব স্থাপনের কাজ প্রায় শেষের পথে। এরইমধ্যে মেশিনসহ আনুষঙ্গিক যন্ত্রপাতি এসে পৌঁছেছে। ফরিদপুর মেডিকেল কলেজের একাডেমিক ভবনের চতুর্থ তলায় এ ল্যাব স্থাপনের কাজ চলছে।

আগামী সপ্তাহ থেকেই এখানে শুরু হতে পারে কোভিড-১৯ পরীক্ষা। এতে করে উপকৃত হবেন বৃহত্তর ফরিদপুরের ৫ জেলাসহ আশপাশের অন্যান্য জেলার মানুষেরা।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. খবিরুল ইসলাম জানান, স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের চেষ্টায় স্বাস্থ্য মন্ত্রণালয় ফরিদপুর অঞ্চলের জন্য এ ল্যাবটি স্থাপনের অনুমতি দেওয়ার পর পরই ল্যাব স্থাপনের কাজ শুরু হয়।

তিনি আরও জানান, আজ (শুক্রবার) সকালে ল্যাবের মেশিন ও আনুষঙ্গিক যন্ত্রপাতি এসে পৌঁছেছে। আগে ভাগেই ল্যাবের কাজ শুরু করায় আগামী অল্প দিনের মধ্যে পরীক্ষার কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

এদিকে, দেশে করোনাভাইরাস এর রুগী সনাক্ত হওয়ার পর থেকেই বৃহত্তর ফরিদপুরবাসী ফরিদপুরে একটি ল্যাব স্থাপনের দাবী জানিয়ে আসছিল। সেই দাবী বাস্তবায়ন হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন জেলাবাসী।

এ সম্পর্কিত আরও খবর