ঈশ্বরগঞ্জে বাল্যবিয়ের দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

, জাতীয়

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গৌরীপুর (ময়মনসিংহ) | 2023-09-01 19:01:19

করোনাভাইরাস আতঙ্কের মধ্যে গোপনে বাল্যবিয়ে সম্পন্ন করায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বর ও কনের পরিবারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১১ এপ্রিল) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাল্যবিয়ের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া যায়। ওই অবস্থায় বর ও কনের পরিবারের সদস্যদের অর্থদণ্ড- প্রদান করা হয়েছে।

জানা গেছে, উপজেলার রাজিবপুর ইউনিয়নের বৃদেবস্থান গ্রামের নূরুল ইসলামের অপ্রাপ্তবয়স্ক মেয়ে সোনিয়া আক্তারের সাথে বিয়ে ঠিক হয় একই ইউনিয়নের ভাটির চরনওপাড়া গ্রামের ছমির উদ্দিনের ছেলে রমজান আলীর। করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই শুক্রবার বিকালে বর ও কনের বাল্য বিয়ে সম্পন্ন হয়।

এদিকে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বাল্য বিয়ের খবর পেয়ে সত্যতা যাচাই করতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীনকে ঘটনাস্থলে পাঠান।

এরপর ভ্রাম্যমাণ আদালত কনের বাড়িতে অভিযান চালিয়ে কনের বাবা নূরুল ইসলামকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বরের বাড়িতে অভিযান চালায়। কিন্ত বরের বাড়িতে বর ও কনেকে না পেয়ে বরের চাচাত ভাই মোশাররফ হোসেন ও চাচি রুমেলা খাতুনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত।

পরে শুক্রবার রাতে বাল্য বিয়ের দায়ে কনের বাবা নূরল ইসলামকে ২০ হাজার টাকা এবং বরের চাচাত ভাই মোশারফ ও চাচি রুমেলাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড- প্রদান করা হয়।

এ সম্পর্কিত আরও খবর