মাজেদের মরদেহ হস্তান্তর করা হচ্ছে স্ত্রীর কাছে

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 00:15:34

শনিবার (১১ এপ্রিল) রাত ১২টা ১ মিনিটে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর মাজেদের মরদেহ গ্রহণ করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে প্রবেশ করেন স্ত্রী সালেহা বেগম।

মাজেদের ফাঁসি কার্যকরের আগে সালেহা বেগমকে কারাগারে আসতে বলা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মোস্তফা কামাল পাশা।

তিনি জানান, মাজেদের মরদেহ তার স্ত্রী ও আত্মীয়স্বজনের কাছে বুঝিয়ে দেয়া হবে।

এদিকে স্বামীর ফাঁসি কার্যকর হওয়ার পর সাদা রঙের একটি প্রাইভেটকার নিয়ে রাত ১২টা ১৮ মিনিটে কারা ফটকে আসেন মাজেদের স্ত্রী।

সঙ্গে তার কয়েকজন আত্মীয় আসেন। পুলিশ তাদের গাড়ি থেকে নামান। এরপর তারা হেঁটে কারাগারের ভেতরে প্রবেশ করেন। তবে মরদেহ হস্তান্তরের জায়গায় দুজন পুরুষ ও দুজন নারী গেছেন বলে কারা সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে।

আরও পড়ুন:ফাঁসির কার্যক্রম পরিদর্শনে আইজি প্রিজন

প্রস্তুতি সম্পন্ন, খুনি মাজেদের ফাঁসি ১২ টা ১ মিনিটে

জল্লাদ শাহজাহানের নেতৃত্বে হবে মাজেদের ফাঁসি

ফাঁসির মঞ্চে লাইট, কেরানীগঞ্জে প্রথম ঝুলবে বঙ্গবন্ধুর খুনি

মাজেদের মৃত্যুদণ্ড পরোয়ানা জারি

প্রাণভিক্ষার আবেদন করেছেন আব্দুল মাজেদ

মাজেদকে কারাগারে পাঠানোর নির্দেশ

আদালতে বঙ্গবন্ধুর খুনি মাজেদ

বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদ ঢাকায় গ্রেপ্তার

জিয়াউর রহমান বাঁচাতে চেয়েছিলেন, আমরা রায় কার্যকর করবো

জিয়ার ছায়াতলেই খুনি থেকে সচিব হন আব্দুল মাজেদ!

এ সম্পর্কিত আরও খবর