গাজীপুরের সিভিল সার্জনসহ অফিসের ১৩ জন সঙ্গরোধে

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর | 2023-09-01 19:20:25

এক নিরাপত্তা কর্মীর দেহে করোনাভাইরাস (কোভিড-১৯) পাওয়ায় গাজীপুর জেলার সিভিল সার্জনসহ তাদের অফিসের ১৩ জন স্বেচ্ছায় সঙ্গরোধে (হোম কোয়ারোন্টিন) রয়েছেন।

রোববার (১২ এপ্রিল) বেলা ১১টার দিকে বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন মো. খাইরুজ্জামান নিজেই।

তিনি জানান, সিভিল সার্জন অফিসের একজন নিরাপত্তা কর্মীর দেহে করোনা পজেটিভ এসেছে। তার সংস্পর্শে আসায় তিনিসহ ১৩ জনকে শনাক্ত করে হোম কোয়ারোন্টিনে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ওই নিরাপত্তা কর্মীর বাড়ি কাপাসিয়া উপজেলায়। তিনি ছুটি কাটিয়ে বৃহস্পতিবার (৯ এপ্রিল) কর্মস্থলে আসার পর দেহে করোনার উপসর্গ দেখা যায়। পরে নমুনা সংগ্রহ করে শুক্রবার (১০ এপ্রিল) ঢাকায় পাঠানো হয়। পরীক্ষা শেষে শনিবার (১১ এপ্রিল) বিকেলে তার দেহে করোনা পজেটিভের রেজাল্ট জানতে পারি। পরে তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখনও ভালো আছেন।

অফিস লকডাউন করা হয়েছে কিনা প্রশ্নে সিভিল সার্জন বলেন, অফিসের কাজ চলছে। রিপোর্ট আসার পরই তিনিসহ অর্ধেকের মত স্টাফ হোম কোয়ারোন্টিনে চলে যান। পরিস্থিতি বুঝে ১৪/২১ দিন তারা সঙ্গরোধে থাকবেন।

এ সম্পর্কিত আরও খবর