করোনা: বিশ্ব অর্থ সংস্থাগুলোর কাছে টাকা চেয়েছে বাংলাদেশ

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 14:30:28

করোনাভাইরাসের (কোভিড ১৯) কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে ৭৫০ মিলিয়ন ডলারের অর্থ সহায়তা চেয়েছে বাংলাদেশ।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মো. শাহাবুদ্দিন পাটোয়ারী রোববার (১২ এপ্রিল) বার্তা২৪.কম-কে এ তথ্য জানিয়ে বলেন, চলতি অর্থ বছর ২০১৯-২০২০ এর জন্য ২৫০ মিলিয়ন ডলার এবং আগামী অর্থ বছরের ২০২০-২১ এর জন্য ৫০০ মিলিয়ন ডলারের অর্থ বাজেট সহায়তা চেয়েছে বাংলাদেশ।

এটি এখনও অনুমোদিত হয়নি বলে তিনি জানান।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, সম্প্রতি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এই সহায়তা চেয়ে সংস্থাগুলোর কাছে চিঠি পাঠায়। সূত্র জানায়, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের কাছেও অর্থ সহায়তা চাওয়া হয়েছে। এ লক্ষ্যে আনুষ্ঠানিক আবেদন জানিয়ে পত্র দেওয়ার সাথে সাথে এসব দাতা সংস্থার সঙ্গে আলোচনাও শুরু হয়েছে।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭২ হাজার ৭৫০ কোটি টাকার আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন। এই প্রণোদনা বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে ঋণ সহায়তা চেয়েছে বাংলাদেশ।

এ সম্পর্কিত আরও খবর