কেদারগঞ্জ হাটে সামাজিক দূরত্ব নিশ্চিতে প্রশাসনের অভিনব উদ্যোগ

, জাতীয়

মাজেদুল হক মানিক, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মেহেরপুর | 2023-08-29 13:57:16

মেহেরপুরের মুজিবনগরের কেদারগঞ্জ হাটে সামাজিক দূরত্ব বজায় রাখতে অভিনব কিছু উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।

মুজিবনগর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রত্যেক মঙ্গলবার উপজেলার কেদারগঞ্জে সবচেয়ে বড় হাট বসে। ওই দিন অনেক লোক সমাগম হয়। তাই করোনাভাইরাস রোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়। স্বল্প জায়গার কারণে হাটটি পার্শ্ববর্তী রামনগর ফুটবল মাঠে স্থানান্তর করা হয়েছে। হাটের পরিধি বাড়িয়ে মাছ, মাংস ও সবজি বিক্রেতাদের পৃথক করা হয়েছে।

হাটে সামাজিক দূরত্ব বজায় রাখতে চুন দিয়ে রেখা টেনে ক্রেতা ও বিক্রেতার অবস্থান নির্ধারণ করা হয়েছে।

মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসারের পরিকল্পনায় এ কাজ বাস্তবায়ন করেছে এলাকার স্বেচ্ছাসেবী যুব সমাজ।

মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি জানান, কেদারগঞ্জ হাটে একটি দোকান থেকে আরেকটি দোকানের দূরত্ব রয়েছে ১০ ফুট। চুন দিয়ে আঁকা এক রেখা থেকে আরেক রেখার দূরত্ব ২০ ফুট। নির্দিষ্ট ওই রেখায় দাঁড়িয়ে একজন ক্রেতা কেনার পর আরেকজন ক্রেতা সেখানে যাবেন। এতে সামাজিক দূরত্ব বজায় থাকবে।

তিনি আরও জানান, সামাজিক দূরত্ব বজায় রাখতে শুধু কেদারগঞ্জেই নয়, একই পদ্ধতি অবলম্বন করা হয়েছে উপজেলার বিভিন্ন হাট-বাজারে।

এ সম্পর্কিত আরও খবর