যশোরে আইসোলেশন ওয়ার্ড থেকে পালালো হাজতি

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, যশোর | 2023-08-31 00:11:41

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিট থেকে সুজন আলী (২৫) নামে এক হাজতি পালিয়ে গেছেন। শনিবার (১২ এপ্রিল) রাতে পুলিশের চোখ এড়িয়ে ওই হাজতি পালিয়ে যান।

বিষয়টি বার্তা ২৪.কমকে নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিন কান্তি খান। পলাতক হাজতি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর গ্রামের মল্লিকের ছেলে।

যশোর কেন্দ্রীয় কারাগার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ১০ এপ্রিল রাত সাড়ে ৭টার দিকে জ্বর, সর্দি, কাশি থাকার কারণে তাকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। গ্রিল কেটে রোববার রাত সাড়ে ৯টার দিকে পুলিশের চোখ এড়িয়ে পালিয়ে যান তিনি। এ ঘটনার পর যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা এবং জেলার তুহিন কান্তি খান হাসপাতালটি পরিদর্শন করেন।

এ বিষয়ে যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিন কান্তি খান বার্তা ২৪.কমকে বলেন, হাজতি পালিয়ে যাওয়ার পেছনে কারো গাফলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর