মৌলভীবাজার জেলা লকডাউন

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মৌলভীবাজার | 2023-08-15 18:15:03

করোনাভাইরাস রোধে মৌলভীবাজার জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় এ লকডাউনের ঘোষণা দেন মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন। মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ ঘোষণা দেন তিনি।

মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন জানান, করোনাভাইরাস রোধে মৌলভীবাজার জেলা লকডাউন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই জেলা থেকে কেউ বাইরে যেতে পারবে না। আবার বাইরে থেকে কেউ জেলায় প্রবেশ করতে পারবে না। পরিবহন চলাচলের ক্ষেত্রেও একই নির্দেশনা। তবে জরুরি পরিসেবায় চিকিৎসা, কৃষি পণ্য, খাদ্যদ্রব্যের গাড়ি চলাচল করতে পারবে।

সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. তওহীদ আহমদ, পুলিশ সুপার ফারুক আহমদ পিপিএম (বার), পৌর মেয়র ফজলুর রহমানসহ জেলা প্রশাসন, সামরিক বাহিনী, স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সম্পর্কিত আরও খবর