৮শ’ ছাড়ালো আক্রান্তের সংখ্যা, মোট মৃত ৩৯

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-20 14:18:19

দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আটশো ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় আরও ১৮২ জন ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮০৩ জনে। ২৪ ঘণ্টায় নতুন করে ৩ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জন।

সোমবার (১৩ এপ্রিল) করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৭০ টেস্ট হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪২ জন। 

জাহিদ মালেক বলেন, লকডাউন জোরালো করতে হবে। লকডাউন মানুষ পুরোপুরি মেনে চলছে না। বাইরে বাজারে মানুষ ঘোরাফেরা করছে। আমাদের কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে। এখন কেউ নিয়ম না মানলে বেশি সংক্রমিত হবে।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: দেশে এক দিনে নতুন শনাক্ত ১৮২, মৃত্যু ৫

এ সম্পর্কিত আরও খবর