১৩ দিনে মমেক ল্যাবে ৬৯০ জনের নমুনা পরীক্ষা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-23 22:12:38

ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) মাইক্রোবায়োলজি বিভাগে করোনা শনাক্তে স্থাপিত পিসিআর ল্যাবে গত ১৩ দিনে বিভাগের চার জেলার ৬৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা পজেটিভ পাওয়া গেছে মোট ২৮ জনের।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন মমেকের অধ্যক্ষ প্রফেসর চিত্ত রঞ্জন দেবনাথ।

তিনি জানান, গত ১ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর আর জামালপুর জেলার ৬৯০ জনের নমুনা এনে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৮ জনের শরীরে করোনা শনাক্ত করা গেছে। আক্রান্ত ২৮ জনের মধ্যে জামালপুর জেলায় ১১, নেত্রকোনায় পাঁচজন, শেরপুরে ছয়জন ও ময়মনসিংহে ছয়জন রয়েছেন।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম জানান, ১৩তম দিন সোমবার ৯৪ জনের নমুনা পরীক্ষায় সাতজনের কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। সাতজনের মধ্যে জামালপুরে তিন, ময়মনসিংহে দু’জন, নেত্রকোনায় একজন ও শেরপুর জেলায় একজন রয়েছেন।

ময়মনসিংহ জেলায় এ পর্যন্ত আক্রান্ত ৪ জনকে নগরের এস.কে হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। সেই সাথে এরই মধ্যে জেলায় ১২০টি আইসোলেশন ওয়ার্ড, তিনটি ভেন্টিলেটরসহ পাঁচটি আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।

 

এ সম্পর্কিত আরও খবর