বিরামপুরে জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১, গ্রেফতার ১০

, জাতীয়

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম হিলি (দিনাজপুর) | 2023-08-10 08:02:59

দিনাজপুরের বিরামপুরে জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত ও ৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ।

নিহত ব্যক্তি বিরামপুর উপজেলার ভবানিপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুর বাকি (৬৫)। আহতরা হচ্ছেন, মোস্তাফিজুর রহমান, মনিরুজ্জামান, আব্দুল লতিফ, শহিদুল ইসলাম। এদের মধ্যে মোস্তাফিজুর ও মনিরুজ্জামানের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (১৩ এপ্রিল) দুপুর ২টায় উপজেলা ভবানিপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আব্দুল বাকির ভাই শহিদুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, আমার ভাইয়ের জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ প্রতিবেশী এমদাদুল হকের সাথে মামলা চলছিল। তারই জের ধরে সকালে আমার ভাই তার জমিতে ঘের প্রদান করে। এগুলো দেখে বেড়া ভেঙে দিয়ে হামলা চালায় প্রতিপক্ষরা। এ সময়, তাদের কাছে থাকা দেশিও অস্ত্র নিয়ে আমার ভাইয়ের ওপর হামলা করে তারা। ভাইয়ের পাশাপাশি আমরাও আহত হই। পরে, এলাকাবাসী আমাদের উদ্ধার করে বিরামপুর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ডাক্তাররা আমাদের ৫জনকে দিনাজপুর মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানেই রাত ১১টায় আমার ভাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিরামপুর থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনী বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মামলা দায়েরসহ ১০জনকে গ্রেফতার করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর