বঙ্গবন্ধুই প্রথম সুদমুক্ত ঋণ চালু করেন

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-25 03:27:26

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে প্রথম সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণের ব্যবস্থা করেছিলেন বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। গতকাল শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের মিলনায়তনে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মেনন বলেন, ‘১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম দেশের সাধারণ মানুষের জন্য সুদমুক্ত ক্ষুদ্রঋণ দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তিনি দেশের মানুষকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন।’ প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন বলেন, ‘বঙ্গবন্ধু খেটে খাওয়া সাধারণ শ্রমজীবী মানুষের কথা ভাবতেন। তিনি সমাজসেবায় সুদমুক্ত ঋণপ্রথা চালু করেছিলেন গরিব মানুষের কথা ভেবেই। অথচ এই বাংলাদেশেই ক্ষুদ্রঋণের নামে গরিব মানুষের সহায় সম্বল কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করেছে এক বিশেষ ব্যক্তি। তারা এই ক্ষুদ্রঋণ দিয়ে নোবেল পুরস্কার লাভ করেছে। কিন্তু তাতে সাধারণ খেটে খাওয়া মানুষের কোনো লাভ হয়নি। এ নিয়ে দেশের মানুষ বহুবার আন্দোলনে নেমেছে।’ রাশেদ খান মেনন বলেন, একজন গরিব মানুষও পাওয়া যাবে না, যিনি ড. ইউনূসের এই সুদযুক্ত ঋণের বোঝা নিয়ে শান্তিতে ঘুমাতে পেরেছেন। অনেক গরিব পরিবারের অসহায় নারীদের ঋণের দায় শোধ করতে শেষ সম্বল বসতভিটাসহ কানের দুল বিক্রি করতে হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মুহাম্মদ নুরুল কবীরের সভাপতিত্বে আলোচনায় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার প্রামাণিক, পরিচালক (কার্যক্রম) আবু মো. ইউছুফ।

এ সম্পর্কিত আরও খবর