মুকসুদপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গোপালগঞ্জ | 2023-08-21 03:14:19

গোপালগঞ্জের মুকসুদপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৫০ জন আহত হয়েছে। গুরুতর আহত ৩০ জনকে মুকসুদপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মুকসুদপুর থানার পরিদর্শক সাজেদুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার মুকসুদপুর উপজেলার পাঁচড়া ও পালপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, পাঁচড়া গ্রামের সজিব শেখ পার্শ্ববর্তী গ্রামের রনি কাজীর কাছে ১৫ হাজার টাকা পেতেন। মঙ্গলবার এই টাকা চাওয়াকে কেন্দ্র করে ওই দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে বুধবার সকালে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মুকসুদপুর থানার পরিদর্শক সাজেদুর রহমান জানান, বর্তমানে সেখানের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর