নারী ভাইস চেয়ারম্যানের বাসা থেকে ৬৭ বস্তা চাল উদ্ধার

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁদপুর | 2023-09-01 05:30:39

চাঁদপুর সদর উপজেলার নারী ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানার বাসা থেকে ২ টন (৩০ কেজি ওজনের ৬৭ বস্তা) ত্রাণের চাল উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমার তত্ত্বাবধানে চালগুলো উদ্ধার করা হয়। পরে পিকআপ ভ্যানে করে চালগুলো নিয়ে গিয়ে সদর উপজেলার গোডাউনে রাখা হয়।

এর আগে মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে চালগুলো চাঁদপুর সিএসডি গোডাউন থেকে শহরের ট্রাকরোড এলাকার পালপাড়াস্থ নিজ বাসায় এনে রাখেন নারী ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা।

মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা বলেন, ‘জিআর বরাদ্দের চাল ইউনিয়নের গরিবদের মাঝে বিতরণের কথা ছিল। তবে ইউনিয়ন পরিষদ এলাকায় যেহেতু চেয়ারম্যানরা বিতরণ করেন, তাই আমি চিন্তা করেছি ওই চালগুলো আমার বাসার আশপাশের গরিবদের দেব। সেজন্য চাল বাসায় এনে রেখেছি।’

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, ‘কানিজ ফাতেমাকে বলেছি তার তত্ত্বাবধানে চালগুলো ওই বাসা থেকে উদ্ধার করে উপজেলার গোডাউনে রাখার জন্য। তিনি গোডাউনে আনার ব্যবস্থা করেছেন। উপজেলা থেকেই গরিবদের এ চাল বিতরণ করতে হবে।’

এ সম্পর্কিত আরও খবর