ঢাকা বিভাগের জেলাগুলোর সাথে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 21:28:58

দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আবারও ভিডিও কনফারেন্স আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার ঢাকা বিভাগের জেলাগুলোর প্রতিনিধির সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। ওই সকল জেলার করোনা মোকাবেলার প্রস্তুতি ও করোনা পরিস্থিতির সবশেষ অবস্থা জানতে চাইতে পারেন প্রধানমন্ত্রী। এর আগে গত ১২ এপ্রিল বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০ টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

অন্যান্যবারের মতো বৃহস্পতিবারও শুরুতে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিক নির্দেশনামূলক বক্তব্য দিতে পারেন। এরপর জেলা প্রশাসক ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে স্ব স্ব জেলার অবস্থান জানবেন। ভিডিও কনফারেন্সটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও কয়েকটি বেসরকারি টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচার করা হবে।

ঢাকা বিভাগের যেসকল জেলা সংযুক্ত থাকবে-ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ। এরপর ২০ এপ্রিল সোমবার ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও মানিকগঞ্জ জেলা এবং ময়মনসিংহ বিভাগের জেলাসমূহের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন।

এ সম্পর্কিত আরও খবর