মশক নিধন কাজের তদারকি করতে মাঠে মেয়র আতিক

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-13 08:00:34

করোনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আতঙ্ক। রাজধানীর প্রতিটি এলাকায় মশার উপদ্রব চরম পর্যায়ে পৌঁছেছে। এমন পরিস্থিতে মশক নিধনের কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। তবে সেই কাজ সঠিকভাবে হচ্ছে কি না তা তদারকি করার জন্য মাঠ পর্যায়ে পরিদর্শনে নেমেছেন মেয়র আতিকুল ইসলাম। যদিও তিনি এখনো আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি। আগামী মাসের মধ্যভাগে মেয়রের চেয়ারে বসবেন আতিকুল ইসলাম।

দায়িত্ব না নিলেও গত বছরের ডেঙ্গু মোকাবিলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার আগে থেকেই প্রস্তুতি চান মেয়র। এবার যেন গতবারের মতো নাস্তানাবুদ হতে না হয় সেদিক মাথায় রেখেই আগাতে চান তিনি।

বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর মিরপুর-১১ এলাকা পরিদর্শন করেন তিনি। এসময় তিনি মশক নিধনকর্মীদের সুরক্ষা পোশাক পরার নির্দেশ দেন। পাশাপাশি স্থানীয়দের খেয়াল রাখার নির্দেশ দেন।

মেয়র বলেন, কাউকে না বলে এসেছি, দেখতে এসেছি সত্যি সত্যি কাজ করছে কি না? পাশাপাশি স্থানীয়দের দেখার জন্য বলে যাচ্ছি।

এ সম্পর্কিত আরও খবর