ঠাকুরগাঁওয়ে সরাসরি কৃষকদের কাছ থেকে গম সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে জেলা খাদ্য বিভাগের আয়োজনে গম সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ বাবুল হোসেনের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রইস উদ্দিন, সদর উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন প্রমুখ।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের তথ্য মতে, জেলায় এবার কৃষকদের কাছ থেকে ১২ হাজার ৪৬১ মেট্রিক টন গম সংগ্রহ করা হবে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ২ হাজার ৭৫৭, বালিয়াডাঙ্গী উপজেলায় ৩ হাজার ১৫৪, পীরগঞ্জ উপজেলায় ২ হাজার ৪৭২, রানীশংকৈল উপজেলায় ২ হাজার ৬৮২ এবং হরিপুর উপজেলায় ১ হাজার ৩৭৬ মেট্রিক টন গম সংগ্রহ করা হবে। ১৫ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত প্রতি কেজি গম ২৮ টাকা দরে কৃষকদের কাছ থেকে সরাসরি সংগ্রহ করবে সরকার।