ঝুঁকি নিয়ে কাজ করছেন হিলি পল্লীবিদ্যুৎ অফিসের কর্মীরা

, জাতীয়

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হিলি (দিনাজপুর) | 2023-08-25 04:33:38

জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন দিনাজপুরের হিলি পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের কর্মীরা।

বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করে যাচ্ছেন এই পল্লী বিদ্যুৎ অফিসের কর্মীরা। করোনাভাইরাসের আতঙ্ক ও লকডাউনের মাঝেই এ কাজ করছেন তারা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে হিলি পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের লাইনম্যান মানিক বলেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ায় দিনাজপুর জেলাসহ হিলিকে লকডাউন করা হয়েছে। মানুষ এখন ঘরবন্দী রয়েছে। বিদ্যুৎ ছাড়া সবাই অসহায়। এই সংকটময় মুহূর্তে মানুষের বাড়িতে বিদ্যুৎ ব্যবস্থা চালু রাখা আমাদের দায়িত্ব। আমাদের করোনায় আক্রান্তের ঝুঁকি রয়েছে জেনেও মানুষের সেবায় দিন-রাত কাজ করে যাচ্ছি। বর্তমানে আমরা ১১ জন কর্মী মাঠে রয়েছি।’

হিলি সাব জোনাল অফিসার ইনচার্জ এজি এম সাইদুর রহমান বলেন, ‘হিলি পল্লীবিদ্যুৎ জোনাল অফিস সারা দিন খোলা থাকে। যেকোনো প্রয়োজনে আপনারা অফিসে ফোন করুন। আমরা সঙ্গে সঙ্গে সেবা পৌঁছে দেব।’

এ সম্পর্কিত আরও খবর