সারা বিশ্বের বিতার্কিকদের নিয়ে এনডিএফ বিডি’র ভার্চুয়াল বৈশাখ উদযাপন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 00:25:16

বাংলাদেশের বিতর্ক আন্দোলনের সর্ববৃহৎ কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি)  এর আয়োজনে প্রথমবারের মতো সারা বিশ্বের বাংলা ভাষাভাষী বিতার্কিকদের নিয়ে আয়োজন করতে যাচ্ছে এনডিএফ বিডি ভার্চুয়াল বৈশাখ উদযাপন-১৪২৭।

সারা বিশ্বের মতো করোনা মহামারিতে থমকে দাঁড়িয়েছে আমাদের স্বাভাবিক জীবনযাপন। সকল পর্যায়ে বিরাজ করছে বিভিন্ন শঙ্কা ও ভীতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাস প্রতিরোধের ক্ষেত্রে সাধারণ জনগণের সচেতনতা ও সামাজিক দূরত্ব বজায় রাখার উপরে বিশেষ গুরত্বারোপ প্রদান করেছে। এমন অবস্থায় এনডিএফ বিডি অনলাইন প্ল্যাটফর্মে বাঙালির সবচেয়ে বড় উৎসব উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করে।

ভাষাভাষী বিতার্কিকদের নিয়ে বৃহৎ ভার্চুয়াল বৈশাখ উদযাপন –এর উদ্যোক্তা , পরিকল্পনাকারী ও এনডিএফ বিডি’র সম্মানিত  চেয়ারম্যান একেএম শোয়েব বলেন, ‘করোনা মহামারিতে আমরা সকলে একটি দুঃসময়ের মধ্যদিয়ে যাচ্ছি । আমরা সকলে ভীষণ উদ্বিগ্ন ও আতঙ্কিত । আমাদের মনোজগতে বিরাট এক ভীতি সঞ্চার করেছে এই পরিস্থিতি । আমরা এই পরিস্থিতি থেকে স্বাভাবিক হতে চাই,আমাদের সেই আলোময় সময়গুলোকে মনে করে নতুন সুস্থ পৃথিবীতে প্রত্যাবর্তন করতে চাই ।এই আয়োজন সেই শক্তি ও সাহস আমাদের জুগাবে।’

ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) -  এর ভার্চুয়াল বৈশাখ উদযাপনে থাকবে দুটি পর্ব । প্রথম পর্বে থাকবে , এনডিএফ বিডি'র সম্মানিত চেয়ারম্যান জনাব একেএম শোয়েব -এর শুভেচ্ছা বক্তব্য ও অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা,  একটি প্রদর্শনী সংসদীয় বিতর্ক, করোনা মহামারিতে যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাদের স্মরণ ও শ্রদ্ধা এবং সেই সাথে এই মহামারি মোকাবিলায় যেসকল ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী সম্মুখ প্রান্ত থেকে যুদ্ধ করে যাচ্ছেন তাঁদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন । দ্বিতীয় পর্বে থাকবে বর্ণাঢ্য ভার্চুয়াল সাংস্কৃতিক অনুষ্ঠান। বাঁশী, সমবেত সঙ্গীত('এসো হে বৈশাখ'), আবৃত্তি, কৌতুক, জাদু, এনডিএফ বিডি জোনাল হেডবৃন্দদের অনুভূতি প্রকাশ,একসময়ের তুখোড় বিতার্কিক প্রবাসী বন্ধুদের অনুভূতি প্রকাশ, শুভানুধ্যায়ীদের অনুভূতি প্রকাশ, স্বরচিত কবিতা আবৃত্তি, প্রবাসী বন্ধুদের পরিবেশনা।

উক্ত অনুষ্ঠান শুরু হবে বেলা ৩ ঘটিকায় । ভার্চুয়াল বৈশাখ উদযাপনটি সরাসরি এনডিএফ বিডি ফেসবুক পেজ (https://www.facebook.com/NationalDebatefederationbd)   থেকে সম্প্রচার করা হবে। এনডিএফ বিডি’র এই আয়োজনে অনলাইন মিডিয়া পার্টনার বার্তা২৪.কম । 

প্রথমবাররেম সারা বশ্বিরে বাংলা ভাষাভাষী বতর্িাককিদরে নয়িে আয়োজন করতে যাচ্ছে এনডএিফ বডিি র্ভাচুয়াল বশৈাখ উদযাপন-১৪২৭।

এ সম্পর্কিত আরও খবর