ঝালকাঠি সদর উপজেলা লকডাউন

জেলা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2023-08-31 21:58:01

ঝালকাঠি সদর উপজেলায় চারজন করোনাভাইরাসে সংক্রমিত হওয়ায় উপজেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হয়েছে।

পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ ঘোষণা বলবৎ থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে করোনাভাইরাস নিযন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত এক জরুরি সভা শেষে সদর উপজেলাকে লকডাউন ঘোষণা করেন ঝালকাঠীর জেলা প্রশাসক (ডিসি) মো. জোহর আলী।

ঝালকাঠি জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ঝালকাঠি জেলাকে আইইডিসিআর কর্তৃক করোনা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এছাড়াও ঝালকাঠি সদর উপজেলায় চারজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।

এ কারণে সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন মোতাবেক ঝালকাঠি সদর উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

লকডাউন সময়ে জাতীয় ও আঞ্চলিক সড়ক/মহাসড়ক এবং নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ এ জেলায় প্রবেশ করতে কিংবা এ উপজেলা হতে অন্য কোনো জেলা-উপজেলায় গমন করতে পারবে না।

এছাড়া সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ, বিদ্যুৎ, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ব্যাংকিং সেবা, মোবাইল ব্যাংকিং, ওষুধ শিল্প সংশ্লিষ্ট যানবাহন ও কর্মী ইত্যাদি এবং সরকার কর্তৃক সময়ে সময়ে ঘোষিত অন্যান্য জরুরি পরিষেবা এর আওতা বহির্ভূত থাকবে।

এ সম্পর্কিত আরও খবর