বদরগঞ্জ উপজেলা লকডাউন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-21 17:43:24

দু’দিনে দু’জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় রংপুরের বদরগঞ্জ উপজেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। একই সঙ্গে আউলিয়াগঞ্জ গ্রামের একজন করোনা আক্রান্তের বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি, রংপুর কমিটি ও জেলা সিভিল সার্জনের সুপারিশক্রমে বদরগঞ্জ উপজেলাকে অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর হবার সময় উপজেলায় জনসাধারণের প্রবেশ ও বদরগঞ্জ থেকে বহির্গমন সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে রোগীবাহী গাড়ি, ওষুধ, পণ্যবাহী, কৃষিপণ্য ও সংবাদপত্রসহ সব ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ও মালবাহী গাড়ি এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৬টা থেকে এই আদেশ কার্যকর হবে। এই আদেশ কেউ অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

এ সম্পর্কিত আরও খবর