বান্দরবানে সন্ত্রাসী হামলায় নিহত ১, অপহৃত ২

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাঙামাটি | 2023-08-24 16:07:57

বান্দরবানে দুর্বৃত্তদের গুলিতে মংসাই মারমা (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় অপহরণ করা হয়েছে দু’জনকে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের ক্যনাইজু পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির বাড়ি থানছি উপজেলার রেমাক্রী এলাকায়। তিনি এক সময় মারমা লিবারেশন পার্টির সদস্য ছিলেন বলে জানা গেছে। স্থানীয়রা জানান, এরপর জনসংহতি সমিতির সংস্কার গ্রুপের সাথে সম্পৃক্ত হন। অপহৃত দু’জনের নাম জানা যায়নি। কারা কেন এ হত্যাকাণ্ড ও অপহরণ করেছে, তাও জানা যায়নি।

ক্যনাইজু পাড়ার স্থানীয় মৌজা হেডম্যান ম্যাচিং মারমা জানান, সকাল ৮টার দিকে মোটরসাইকেলে করে মুখোশ পরা একদল সশস্ত্র যুবক হঠাৎ পাড়ার পাশের দোকানগুলো লক্ষ্য করে গুলি চালান। পরে যাওয়ার সময় সেখান থেকে দু’জনকে ধরে নিয়ে যান তারা।

এদিকে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গেছে। উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি জামছড়ি এলাকায় সন্ত্রাসীদের বার্স্ট ফায়ারে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা নিহত ও দু’জন আহত হন।

এ সম্পর্কিত আরও খবর