সাঁওতাল পল্লীর ৬৫ পরিবার পেল খাদ্য সহায়তা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, বগুড়া | 2023-08-25 02:15:19

গোবিন্দগঞ্জের বাগদা সাঁওতাল পল্লীর ৬৫ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে সেক্যুলার বাংলাদেশ মুভমেন্ট ইউকে।

শুক্রবার ( ১৭ এপ্রিল) সকালে সাঁওতাল পল্লীর ঘরে ঘরে এই খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়।

 বৈশ্বিক মহামারি ‘করোনা’ এর কারণে গোবিন্দগঞ্জের বাগদা ফার্মের সাঁওতাল পরিবারগুলো কর্মহীন হয়ে পড়েছে। এ অবস্থায় সেক্যুলার বাংলাদেশ মুভমেন্ট ইউকে-এর সহযোগিতায় প্রত্যেক পরিবারের জন্য ১০ কেজি চাল, ২ কেজি আলু,  ১ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল, এক প্যাকেট লবন, ১ কেজি মসুর ডাল, কাপড় কাঁচার সাবান দেয়া হয়। প্রতি পরিবারে ৫ জন হিসেব করে ৬৫টি পরিবারে ৩২৫ জনের জন্য খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ খাদ্য সহায়তায় ৭ থেকে ১০ দিন ঐ পরিবার ঘরের বাহিরে বের হবে না এবং আপাতত খাদ্য সমস্যার লাঘব হলো।

উল্লেখ্য, ২০১৬ সালের ৬ নভেম্বর বাগদা ফার্মের জমি নিয়ে সাঁওতাল, পুলিশ ও সুগারমিল কর্তৃপক্ষের সংঘর্ষে ৩ জন সাঁওতাল নিহত হয় এবং ৯ জন আহত হয়। সে সময় সাঁওতালদের বাড়িঘর জ্বালিয়ে ও ভাংচুর করে উচ্ছেদ করা হয় স্থানীয় ভূমিদস্যুদের অপরাজনীতির কারণে। ২০১৬ সাল হতেই সেক্যুলার বাংলাদেশ মুভমেন্ট ইউকে মানবিক সাহায্য নিয়ে সাঁওতালদের পাশে দাঁড়িয়েছে। সেক্যুলার বাংলাদেশ মুভমেন্ট ইউকে-এর সভাপতি পুষ্পিতা গুপ্ত বিভিন্ন সময় সাঁওতালদের এবং সারা বাংলাদেশের নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছেন।

খাদ্য সহায়তা প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন- সেক্যুলার বাংলাদেশ মুভমেন্টের বাংলাদেশ প্রতিনিধি এ টি এম রাশেদুল ইসলাম।

এ সম্পর্কিত আরও খবর