দেশে মোট আক্রান্ত ১৮৩৮ জন, মৃত ৭৫

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-23 13:10:42

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৬৬ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮৩৮ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জন মারা গেছেন। এ নিয়ে দেশে ভাইরাসটিতে ৭৫ জনের প্রাণহানি হলো।

শুক্রবার (১৭ এপ্রিল) করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬৬ জন, এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮৩৮ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ জন, মোট সুস্থ হয়েছেন ৫৮ জন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ জনে।

গত ২৪ ঘণ্টায় ২১৯০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্য বুলেটিনে আইইডিসিআর-এর পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, দেশে এখন পর্যন্ত যারা আক্রান্ত হয়েছেন তাদের বয়সের পরিসংখ্যান দেখলে বোঝা যায় ২১-৫০ বছরের মানুষ সব থেকে বেশি আক্রান্ত হয়েছেন।

এলাকা ভিত্তিক হিসাবে আক্রান্তদের মধ্যে ৪৬ শতাংশ ঢাকা শহরে, ২০ শতাংশ নারায়ণগঞ্জে। এরপর যথাক্রমে গাজীপুর, চট্টগ্রাম ও মুন্সিগঞ্জসহ অন্যান্য জেলা।

মীরজাদী সেব্রিনা বলেন, গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ৬ জন ঢাকায়, ৫ জন নারায়ণগঞ্জ ও অন্যান্য জেলার ৪ জন। এখন পর্যন্ত যে ৭৫ জন মারা গেছেন তাদের মধ্যে সব থেকে বেশি সংখ্যক রোগী ছিলেন ৬০ বছরের বেশি।

তিনি জানান, মৃতদের ৭৫ ভাগ পুরুষ আর ২৫ ভাগ নারী। যাদের অর্ধেক ঢাকা শহরের আর বাকি অর্ধেকের অর্ধেক নারায়ণঞ্জের ও বাকিরা দেশের অন্যান্য জেলায়।

এ সম্পর্কিত আরও খবর