ঘুরতে বের হয়ে গুনতে হলো ১৭ হাজার টাকা জরিমানা!

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 11:58:00

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিত, অহেতুক বাসার বাইরে ঘোরাঘুরি, ঢাকায় প্রবেশ ও বের হওয়া বন্ধে রাজধানীর ধানমন্ডি-২৭ নাম্বার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র‌্যাব।

শনিবার (১৮ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু এ আদালত পরিচালনা করেন। এতে সহযোগিতা করে র‌্যাব-২।

পলাশ কুমার বসু জানান, করোনার সংক্রমণ ঠেকাতে সরকার ছুটি ঘোষণা করেছে। কিন্তু  অনেকে কোনো কারণ ছাড়া ঘর থেকে বের হয়ে রাস্তায় হাঁটছেন।  ফাঁকা সড়কে অহেতুক গাড়ি নিয়ে বের হয়েছেন। কারো কারো মুখে আবার মাস্কও ছিল না। এসব কারণে ১৮ জনকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর