স্বাস্থ্যকর্মী-পুলিশ পরিচয়ে ঢুকে অপকর্ম, সতর্ক করল পুলিশ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 07:49:27

করোনা আক্রান্ত রোগীর তথ্য সংগ্রহ ও জরুরি সেবার না‌মে কেউ বা‌ড়ি‌তে এ‌লে ৯৯৯ বা নিকটস্থ থানায় ফোন ক‌রে পরিচয় নি‌শ্চিত হতে বলেছে পু‌লিশ সদর দফতর।

স্বাস্থ্যকর্মী, পুলিশ পরিচয় দিয়ে বাসায় ঢুকে অপকর্ম করছে একদল দুষ্কৃতকারী। এই অপকর্মকারীদের বিষয়ে সতর্ক থাকতে বলেছে ঢাকা জেলা পুলিশ। প্রয়োজনে পুলিশের সহযোগিতা নিতে আহ্বান করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশের ফেসবুক পেজে এমন একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সেখানে উল্লেখ আছে, ঢাকা জেলার সম্মানিত সকল অধিবাসীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, কোনো ব্যক্তি যদি পিপিই পরিহিত অবস্থায় ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ বা সেনাবাহিনী পরিচয়ে কোনো বাসাবাড়িতে করোনা রোগী খোঁজ খবর করার কথা বলে দরজা খুলতে বললে কেউ দরজা খুলবেন না। যদি কেউ ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ বা সেনাবাহিনী পরিচয়ে করোনা রোগী নিয়ে যেতে চেষ্টা করে তাহলে দরজা না খুলে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ বা ডিউটি অফিসারকে জানান।

ইদানিং লক্ষ্য করা যাচ্ছে কিছু দুষ্কৃতিকারী করোনাভাইরাসের দোহাই দিয়ে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ এবং সেনাবাহিনী পরিচয়ে অপকর্ম করার চেষ্টা করছে।

তাই উপরোক্ত পরিস্থিতির কেউ সম্মুখীন হলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

ঢাকা জেলার সকল থানা সমুহের ফোন নম্বরঃ-

কেরানীগঞ্জ মডেল থানাঃ- অফিসার ইনচার্জ- 01713-373329, ডিউটি অফিসার- 01769-690284, কেরানীগঞ্জ থানা(দক্ষিণ)- অফিসার ইনচার্জ-01713-373333,
ডিউটি অফিসার- 01769-690285,সাভার থানাঃ- অফিসার ইনচার্জ-01713-373327, ডিউটি অফিসার- 01769-690282, আশুলিয়া থানাঃ- অফিসার ইনচার্জ-01713-373332, ডিউটি অফিসার- 01771-595333, ধামরাই থানাঃ- অফিসার ইনচার্জ-01713-373328, ডিউটি অফিসার-01715-317500, নবাবগঞ্জ থানাঃ- অফিসার ইনচার্জ-01713-373330, ডিউটি অফিসার-01750-909882, দোহার থানাঃ- অফিসার ইনচার্জ-01713-373331, ডিউটি অফিসার-01769-690287।

এ সম্পর্কিত আরও খবর