কর্মহীনদের খাদ্য সহায়তা দিল মুক্তিযোদ্ধা পরিবার

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট | 2023-08-24 22:55:02

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হওয়া লালমনিরহাটের গরিব, অসহায় ও শ্রমজীবী মানুষদের মাঝে খাদ্য সহায়তা করেছে বীর মু্ক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকের পরিবার। এ সময় ২শত পরিবারের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামের নিজ বাড়িতে এসব ত্রাণ বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধার ছেলে, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির’র সাধারণ সম্পাদক আবু সাঈদ।

এ সময় ২শ পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে চাল, ডাল, আলু, পেঁয়াজসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেন। পাশাপাশি গ্রামের মানুষদের করোনাভাইরাস থেকে ঝুঁকিমুক্ত রাখতে ও জনসচেতনতা বাড়াতে স্থানীয় গ্রামবাসীদের কাজ করার আহ্বান জানান তিনি।

গ্রামের গরিব ও অসহায় মানুষেরা যদি অসুস্থ হয়ে যায় তাদের হাসপাতালে পৌঁছে চিকিৎসা দেওয়ারও আশ্বাস দেন তিনি। এছাড়া নিজেদের ব্যক্তিগত অর্থায়নে এলাকার ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির’র সাধারণ সম্পাদক আবু সাঈদ।

বীর মু্ক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের পরেই ঐক্যবদ্ধ হয়ে দেশকে রক্ষা করতে মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়েছিলেন। এবারের যুদ্ধে মুক্তিযোদ্ধারাও সামিল হয়ে দেশের অসহায় মানুষের পাশে সবসময় থাকবে।

এ সম্পর্কিত আরও খবর