মাদারীপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৮ বস্তা চাল উদ্ধার

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট, বার্তা২৪.কম, মাদারীপুর | 2023-08-10 19:26:33

মাদারীপুর সদর উপজেলার কুনিয়া এলাকার গুচ্ছগ্রাম থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৮ বস্তা চাল উদ্ধার করা হয়েছে

রোববার (১৯ এপ্রিল) দুপুরে ওই এলাকার আবদুল মান্নান-এর ঘর থেকে এ চাল উদ্ধার করে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর সদর মডেল থানার পুলিশ জানতে পারে উপজেলার কুনিয়া এলাকার গুচ্ছগ্রামের আবদুল মান্নানের ঘরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির বেশ কয়েক বস্তা চাল রয়েছে। এই সংবাদের ভিত্তিতে ওই এলাকার মান্নান-এর ঘরে অভিযান চালিয়ে সেখান থেকে ৮ বস্তা চাল উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মান্নান পালিয়ে যায়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিয়া জানান, ‘গুচ্ছগ্রামের আবদুল মান্নান-এর ঘর থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৮ বস্তা চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলাসহ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়া চাল বিক্রি চক্রের মূল হোতাদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে।’

এ সম্পর্কিত আরও খবর