রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ মন্ডলের ছোট ভাই যশাই ইউনিয়নের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান মন্ডলের গুদাম থেকে সরকারি চাল ও পাটের বীজ জব্দ করেছে পুলিশ।
রোববার (১৯ এপ্রিল) বেলা আড়াইটার দিকে পাংশা পৌরসভার দরগাতলা বাজার থেকে ১৩৪ বস্তা সরকারি চাল ও ১৩৫ প্যাকেট পাটের বীজ জব্দ করা হয়।
এ ঘটনায় পুলিশ আব্দুর রাজ্জাক শাহ (৫৫) নামে একজন মুদির দোকানদারকে আটক করেছে। চাল জব্দের পর থেকে ইউপি চেয়ারম্যান পলাতক রয়েছেন বলে বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. লাবীব আবদুল্লাহ ও সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, আটক মুদির দোকানদার আব্দুর রাজ্জাক আমাদের জানান সপ্তাহ খানেক আগে যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মন্ডল তার নিজ ভবনের নিজ কার্যালয় সংলগ্ন গোডাউনে জব্দকৃত চাল এনে রাখেন। সরকারি চাল তিনি ব্যক্তিগত গোডাউনে এনে রাখতে পারেন না।
এ ব্যাপারে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পাংশা উপজেলা নির্বাহী অফিসার।