পালিত হচ্ছে না আনজাক দিবস

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 14:43:43

প্রথম বিশ্বযুদ্ধে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নিহত সেনাদের স্মরণে পালন করে আসা ‘আনজাক দিবস’-এর আয়োজন বাতিল করা হয়েছে।

প্রতি বছরের মতো আগামী ২৫ এপ্রিল দিবসটি পালিত হওয়ার কথা ছিল। উদ্ভূত করোনা পরিস্থিতির কারণে এবার দিবসটি পালিত হচ্ছে না।

রোববার (১৯ এপ্রিল) ঢাকাস্থ অস্ট্রেলীয় হাইকমিশন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে আনজাক দিবস উদযাপন দীর্ঘদিনের ঐতিহ্য। আমরা জানি দিবসটি পালিত না হওয়ায় এখানে অবস্থানরত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নাগরিকরা হতাশ হবেন।

বিবৃতিতে আরও বলা হয়, আনজাক দিবস পালন বাতিল করার ক্ষেত্রে বাংলাদেশ সরকার জনসমাগমে যে বিধিনিষেধ দিয়েছে তা বিবেচনা করেছি। বাংলাদেশের নাগরিক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশগ্রহণকারী ও অতিথিদের সুরক্ষা এবং স্বাস্থ্যে বিষয়টি আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারে রয়েছে।

প্রথম বিশ্বযুদ্ধের সময় ১৯১৫ সালে তুরস্কের গালিপলি ও দারদানেলস এলাকা থেকে অটোমান সৈন্যদের হটাতে অন্যান্য দেশের সঙ্গে ব্যর্থ অভিযান চালায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সামরিক জোট আনজাক (অস্ট্রেলিয়ান অ্যান্ড নিউজিল্যান্ড আর্মি কর্পস)। ওই অভিযানে নিহত সৈন্যদের স্মরণে ২৫ এপ্রিল আনজাক দিবস পালন করে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

নিহত সৈন্যদের বীরত্ব, সাহস ও ত্যাগের কথা স্মরণ করে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের জনগণ দিবসটি শ্রদ্ধাভরে পালন করে।

এ সম্পর্কিত আরও খবর