যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাফিজা খাতুন (২৮) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বেনাপোলের ভবারবেড় গ্রাম থেকে পোর্টথানা পুলিশ তাকে আটক করে।
আটক মাদক ব্যবসায়ী হাফিজা খাতুন বেনাপোলের ভবারবেড় গ্রামের সোহেল খানের স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়। তার কাছ থেকে ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোমবার সকালে তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে।