ছাত্রলীগ কৃষকদের পাশে দাঁড়িয়েছে: প্রধানমন্ত্রী

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-14 12:54:06

করোনাভাইরাস পরিস্থিতিতে ধান কেটে ঘরে পৌঁছে দিতে ছাত্রলীগ কৃষকদের পাশে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন।

তিনি বলেছেন, ‘ধানকটায় যখন অসুবিধা হলো, আমরা ছাত্রলীগকে নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে তারা নিজেরা স্ব স্ব এলাকায় কৃষকদের পাশে দাঁড়িয়েছে এবং ধান কাটছে। তাছাড়া আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যারা ধান কাটতে যাবে তাদের যেন যাওয়ার ব্যবস্থা করে দেয়।’

সোমবার (২০ এপ্রিল) সকালে গণভবন থেকে ঢাকা বিভাগের কয়েকটি জেলা এবং ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘কৃষকদের জন্য প্রায় ২০০ কোটি টাকা রেখেছি যেন কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে পারেন। সরকার প্রায় ৫০ থেকে ৭০ শতাংশ ভর্তুকি দিচ্ছে। যাতে ধানকটা ও মাড়াই বা বোনার জন্য যে সমস্ত যন্ত্র দরকার সেগুলো ক্রয় করতে পারে।’

তিনি আরও বলেন, ‘ছাত্রলীগ ধানকাটার পাশাপাশি তারা স্যানিটাইজার তৈরি করেছে। সেটা বিনে পয়সায় বিলি করেছে। এছাড়া বিভিন্ন জায়গায় ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়ে আসছে। আওয়ামী লীগ, যুবলীগসহ আমাদের প্রত্যেক সংগঠনের প্রতি নির্দেশ দেওয়া আছে, যাদের খাবার নেই তাদের খাদ্য পৌঁছে দেবে। প্রত্যেকে প্রত্যেকের পাশে দাঁড়াচ্ছে। আমরা এ সহযোগিতা চালিয়ে যাব। দুর্যোগ আসলে ভেঙে পড়ার কিছু নেই, সেটাকে সাহসের সঙ্গে মোকাবিলা করতে হবে।’

অনুষ্ঠানটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস সঞ্চালনা করেন।

এ সম্পর্কিত আরও খবর